
প্রকাশিত: Thu, Feb 8, 2024 12:17 AM আপডেট: Wed, Apr 30, 2025 12:26 AM
[১] মিয়ানমারকাণ্ডে সীমান্তে শঙ্কা এড়াতে ভারত ও চীনের সঙ্গে আলোচনা চলছে: ওবায়দুল কাদের
এম এম লিংকন: [৩] আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কিন্তু নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
[৪] বিএনপি প্রসঙ্গে আমার মন্তব্য করার সময় নেই বলেও জানান তিনি।
[৫] বুধবার বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
[৬] এর আগে সকালে সেতুভবনে প্রকল্পের অগ্রগতি নিয়ে তার সঙ্গে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
[৭] আরাকান আর্মিদের ও তাদের দেশের সমস্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কী করবে সেটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন।
[৮] সড়ক নিরাপত্তা প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প উল্লেখ করে এখন থেকে নিজেই এই প্রকল্পটি তত্ত্বাবধান ও মনিটরিং করবেন বলে জানান তিনি।
[৯] প্রকল্পের অগ্রগতি নিয়ে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না।
[১০] সড়ক দুর্ঘটনা রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পাঁচ বছর মেয়াদী এ প্রকল্প চলবে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
